Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ ও লিফলেট বিতরণ মৌলভীবাজার শহর শিবিরের সভাপতি তারেক আজিজ, সেক্রেটারি কাজী দাইয়ান রাজনগরে ১ কোটি ৬২ লাখ টাকার সরকারি জমি উদ্ধার শিউলি মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা কুলাউড়ায় চোরাকারবারিদের হামলায় এপিবিএন ও পুলিশ সদস্যসহ আহত ৬ রাজনগরে ২৮ ও ২৯ ডিসেম্বর আব্দুর রকিব ফাউন্ডেশনের তাফসির মাহফিল কুলাউড়ায় সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত আওয়ামী লীগ এদেশে ভোটের গণহত্যা করেছিল: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ৫৩ বছর পর মৌলভীবাজারে উন্মুক্ত মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

৫৩ বছর পর মৌলভীবাজারে উন্মুক্ত মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি : / ১১৪
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
৫৩ বছর পর মৌলভীবাজারে উন্মুক্ত মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

বাংলাদেশ স্বাধীনের পর উন্মুক্ত মাঠে প্রথমবার মৌলভীবাজারে কর্মী সম্মেলন করছে জামায়াত। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলটির আমীর ডা. শফিকুর রহমানের। মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে আগামী শনিবার (২১ ডিসেম্বর) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। সম্মেলনকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা জুড়ে পোস্টার, লিফলেট, মাইকিং, প্রচার মিছিল, মিটিং, প্রচারপত্র, ব্যানার, ফেস্টুন, তোরণের পাশাপাশি ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের নিজ জেলা হওয়ায় সাধারণ মানুষের আগ্রহ একটু বেশি দেখা যাচ্ছে।

 

মৌলভীবাজার জেলা জামায়াত সূত্রে জানা যায়, স্বাধীনতার ৫৩ বছরে মৌলভীবাজারে উন্মুক্ত মাঠে এরকম কোনো সম্মেলন হয়নি। প্রথমবারের মতো খোলা মাঠে কর্মী সম্মেলন করছে। সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ আয়োজনে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে জেলার সকল উপজেলার ইউনিয়ন থেকে শুরু করে গ্রামে গ্রামে পৌঁছানো হচ্ছে শনিবারের সম্মেলনের আমন্ত্রন। বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে ধারণা করছে দলটি। সম্মেলন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়।

বুধবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের সম্মেলন স্থলে গিয়ে দেখা যায়, সেখানে মঞ্চসজ্জার কাজ চলছে। শামিয়ানা বেঁধে বিশাল প্যান্ডেলের কাজও চলমান। সেখানে জেলা জামায়াতের নেতারা সম্মেলনের কাজ পরিদর্শন ও তদারকি করছেন।

সেখানে কথা হয় কবি বদরুল আমিন চৌধুরী সুফির সাথে। তিনি বলেন, দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে এমন বড় একটি কর্মী সম্মেলন করছে জামায়াত। ঐতিহাসিক এই সম্মেলনকে কেন্দ্র করে মৌলভীবাজার মানুষের মাঝে উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে।
শৃঙ্খলা বিভাগের দায়িত্বে থাকা মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী বলেন, সম্মেলনকে সফল এবং সার্থক করতে জামায়াতের প্রত্যেক ইউনিট কাজ করছে। লক্ষাধিক মানুষের জন্য সম্মেলন স্থল প্রস্তুত করা হচ্ছে। মৌলভীবাজারের প্রত্যন্ত অঞ্চল, পাড়া-মহল্লায় সকল মানুষ উজ্জীবিত।

 

সম্মেলনের সাজসজ্জার দায়িত্বে থাকা মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম বলেন, ডেকোরেশনের কাজ প্রায় সমাপ্তির দিকে। টুকটাক কিছু কাজ আছে যা কালকের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। আমরা আশা করছি একটি সুন্দর কর্মী সম্মেলন মৌলভীবাজারবাসীকে উপহার দিতে পারবো।

 

তিনি বলেন, নিরাপত্তার জন্য মাঠের চতুরদিকে আমাদের সাপোর্টিং থাকবে। কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে, স্টল থাকবে, পানির পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। বলা যায় আমরা সুন্দর পরিবেশে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করতে পারবো।

 

জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী বলেন, সম্মেলনকে সফল করতে গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বত্র মিছিল, মিটিং, মাইকিং, প্রচারপত্র ব্যাপকভাবে বিতরণ হচ্ছে। আমরা আশাবাদী দলমত নির্বিশেষে ব্যাপক মানুষের উপস্থিতি হবে। সর্বস্তরের জনগণকে আহবান জানাচ্ছি আমীরে জামায়াত মৌলভীবাজার জেলার কৃতি সন্তান, প্রকাশ্যে আমীরে জামায়াতের প্রথম প্রোগ্রামে দলমত নির্বিশেষে অংশগ্রহণ করুন।

 

মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী বলেন, ৫৩ বছর পর মৌলভীবাজার জেলা জামায়াতের কর্মী সম্মেলন হচ্ছে। আমরা দীর্ঘ ১৭ বছরের জুলুম নির্যাতন, নিষ্পেষণের পাশাপাশি সারা দেশের মতো মৌলিক কথা বলার অধিকার হারিয়ে ছিলাম। এরকম উন্মুক্ত পরিবেশে জেলার সকল মানুষের মাঝে আগ্রহ উচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পোস্টার, লিফলেট, মাইকিং, ব্যানার, ফেস্টুন, তোরণ সহ প্রচার-প্রচারণা চলছে। ২১ তারিখের সম্মেলনে যোগ দিতে জেলাবাসী উদগ্রীব হয়ে আছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।