মৌলভীবাজারের রাজনগর উপজেলার খারপাড়ায় দুইদিন ব্যাপী তাফসির মাহফিলের আয়োজন করেছে মরহুম মাওলানা আব্দুর রকিব (রহ.) স্মৃতি ফাউন্ডেশন। প্রতি বছর এই মাহফিল একদিন হলেও এবারই প্রথম দুইদিন ব্যাপী এই তাফসির মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল ২৮ ডিসেম্বর শনিবার ও ২৯ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হবে এ তাফসির মাহফিল। ইতোমধ্যে আয়োজকরা সব প্রস্তুতি শেষ করেছেন।
আয়োজকরা জানিয়েছেন, ১ম দিন তাফসির পেশ করবেন নীলফামারীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন মাওলানা মো. আলমগীর হোসাইন বিপ্লবী, সিলেটের মাওলানা সাদিক সিকন্দর, মশরিয়া এমদাদিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতীফ, মাওলানা মুফতি হাবিবুর রহমান শামীম, রাজনগর মুহাম্মদী দাখিল মাদরাসার সুপার মাওলানা কাওসার আহমদ, হাজী আব্দুল বাছিত খান দাখিল মাদরাসার সুপার মাওলানা মঈন উদ্দীন, খারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির আহমদ, মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া মাদরাসার সহ-সুপার মাওলানা হারুনুর রশিদ তালুকদার, মাওলানা আবু নোমান মুয়িন।
২য় দিনের মাহফিলে বয়ান পেশ করবেন সাতক্ষীরার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী, ইসলামিক স্কলার মাওলানা এম. হাসিবুর রহমান, ঢাকার বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, রাজনগর ডিএস ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল হোসাইনসহ স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মাদরাসার সুপারগণ।
মরহুম মাওলানা আব্দুর রকিব (রহ.) স্মৃতি ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমদ বলেন, তাফসির মাহফিলের সব আয়োজন শেষ হয়েছে। শিশুদের মধ্যে বিভিন্ন ধর্মীয় বিষয়ে প্রতিযোগিতা হয়েছে। এছাড়া সারা বছর আমাদের এই সংগঠনের মাধ্যমে নানা সামাজিক কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
মরহুম মাওলানা আব্দুর রকিব (রহ.) স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ রুশন আলী বলেন, অষ্টম বারের মতো আমরা তাফসির মাহফিলের আয়োজন করেছি। দেশের খ্যাতনামা মুফাসসিরে কুরআন বয়ান করবেন। আমরা আশাবাদী, এই মাহফিলে ইসলাম প্রিয় মুসল্লিদের ঢল নামবে।