মৌলভীবাজারের কুলাউড়ায় চোরাকারবারিদের ধরতে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) ও কুলাউড়া থানার পুলিশ। হামলাকারীরা ৩ চোরাকারবারিকে ছিনিয়ে নিয়েছে। এঘটনায় এপিবিএন ও পুলিশের সদস্যসহ ৬ জন আহত হয়েছেন।
কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর এলাকায় শনিবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে এপিবিএন-৭ সিলেটের একটি দল কুলাউড়া থানা পুলিশের সহায়তায় আমানিপুর এলাকায় অভিযানে যায়। এসময় স্থানীয় আরজু মিয়ার বাড়িতে তল্লাশি করলে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ৩ চোরাকারবারিকে আটক করলে তাদের শতাধিক সহযোগীরা উত্তেজিত হয়ে উঠেন। একপর্যায়ে তারা এপিবিএন ও পুলিশ সদস্যদের উপর হামলা করে ভারতীয় বিড়িসহ ৩ চোরাকারবারিদের ছিনিয়ে নেয়। এতে এপিবিএন ও পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। তবে পুলিশকে সহায়তা করতে গিয়ে আরো ৩ জন স্থানীয় বাসিন্দা আহত হলেও তাদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে কুলাউড়া থানার আরো পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করেন। এসময় চোরাকারবারিদের ফেলে যাওয়া কিছু নিষিদ্ধ বিড়ি জব্দ করে পুলিশ।
আহতরা হলেন- এপিবিএনের পরিদর্শক নবগোপাল দাস, কুলাউড়া থানার কন্সটেবল আফরোজ মিয়া ও জাহিদ ভূঁইয়া। তারা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, চোরাকারবারিদের ধরতে গেলে তাদের সহযোগিরা পুলিশ ও এপিবিএন সদস্যদের উপর হামলা করে। এতে ২ পুলিশ ও ১ এপিবিএন সদস্যসহ পুলিশের কাজে সহয়তাকারী আরো ৩ জন আহত হয়েছেন। হামলাকারীদের বিরোদ্ধে থানায় মামলা হয়েছে। ছিনিয়ে নেয়া মালামাল ও হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।