মৌলভীাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে হাওরের সরকারি এক কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা মূল্যের জমির দখল উচ্ছেদ করা হয়েছে। এসময় ১৬.২২ একর জমির সীমানায় লাল পতাকা টানিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলার নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা এসব বেদখল হওয়া জমি উদ্ধার করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাওর কাওয়াদীঘি মৌজার ১৬.২২ একর সরকারী জমি স্থানীয়রা ভোগ-দখল করে রেখেছিল। এসব জমির মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসন ওই মৌজার খাস জমি উদ্ধারে যায়। বোরো ও পতিত শ্রেণির এসব জমি লাল পতাকা দিয়ে চিহ্নিত করে বাংলাদেশ সরকারের মালিকানা সম্বলিত বোর্ড টানানো হয়।
এ ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি স্থানীয় মানুষ দখল করে রেখেছে। এসব দখল উচ্ছেদ করা হয়েছে। ফলে ১ কোটি ৬২ লাখ টাকার বেশি মূল্যের জমিতে সরকার দখল ফিরে পেয়েছে।