Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ ও লিফলেট বিতরণ মৌলভীবাজার শহর শিবিরের সভাপতি তারেক আজিজ, সেক্রেটারি কাজী দাইয়ান রাজনগরে ১ কোটি ৬২ লাখ টাকার সরকারি জমি উদ্ধার শিউলি মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা কুলাউড়ায় চোরাকারবারিদের হামলায় এপিবিএন ও পুলিশ সদস্যসহ আহত ৬ রাজনগরে ২৮ ও ২৯ ডিসেম্বর আব্দুর রকিব ফাউন্ডেশনের তাফসির মাহফিল কুলাউড়ায় সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত আওয়ামী লীগ এদেশে ভোটের গণহত্যা করেছিল: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ৫৩ বছর পর মৌলভীবাজারে উন্মুক্ত মাঠে জামায়াতের কর্মী সম্মেলন

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ ও লিফলেট বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি : / ৮৪
প্রকাশিত : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ ও প্রোক্লেমেশন অব জুলাই বিপ্লবের বাস্তবায়নে জন আকাঙ্খা অন্তর্ভুক্তির লক্ষ্যে ছাত্র সমাবেশ ও লিফলেট বিতরণ’ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১০ জানুয়ারী) বিকাল ৩ ঘটিকায় শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের সিনিয়র প্রতিনিধি শাহ মিসবাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহী কমিটির সদস্য ইব্রাহিম নিরব ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সল হোসাইন, সিলেট জেলার সাবেক প্রধান সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, মৌলভীবাজার বৈষম্যবিরোধীর অন্যতম শুভাকাঙ্ক্ষী এহসানুল হক জাকারিয়া।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের প্রতিনিধি জাকারিয়া ইমন, তানজিয়া শিশির ও মাদ্রাসা শিক্ষার্থীর পক্ষে মাজহারুল ইসলাম।

 

সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর প্রতিনিধি সামায়েল রহমান, রুহুল আমিন, আব্দুল কাদির, ইমাজ উদ্দিন, জাকারিয়া আহমদ, সুমি চৌধুরী, আবু হানিফা, তোফায়েল আহমদ, ফজলে রাব্বি প্রমুখ।

 

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা ছাত্র সমাবেশে যোগ দেয়। পরে শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করা হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।