মৌলভীবাজারের রাজনগরে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেয়ার চেষ্টার প্রতিবাদে তারা এ কর্মসূচী পালন করেন।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী লাঘাতার আন্দোলনে যেতে পারেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা সরিয়ে নিতে চাইছে অন্তর্বর্তী সরকার। এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারও একই সিদ্ধান্ত নিয়েছিল। এমন সিদ্ধান্তকে অযৌক্তিক দাবী করে আসছে জাতীয় পরিচয়পত্র ইস্যু ও নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে জেলা-উপজেলাসহ সকল নির্বাচন অফিসে ২ ঘন্টার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা।তাদের দাবি, এনআইডির মাধ্যমে ১৮৩ প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশন তথ্য দিচ্ছে। এনআইডি কমিশন থেকে সরে গেলে হুমকির মুখে পড়বে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নসহ নানা কার্যক্রম। তিল তিল করে গড়ে ওঠা এনআইডি ধ্বংসও হতে পারে। নির্বাচন কমিশনে চার থেকে ৫ হাজার দক্ষ জনবল তৈরি করেছে এনআইডি সেবা দেওয়ার জন্য। বর্তমান প্রক্রিয়ায় ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন একই সময় করা যাচ্ছে। জাতীয় পরিচয়পত্র সেবা পেতে গিয়ে ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে ভোটার হয়ে যাচ্ছেন। এনআইডির কার্যক্রম আলাদা করার ফলে সেবাগ্রহীতাদের ভোটার নিবন্ধন আলাদাভাবে করতে হবে। ফলে ভোটার নিবন্ধনে আগ্রহ হারাবেন সেবগ্রহীতারা। আবার এতে জনসাধারণের ব্যয় বেড়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।