Logo
সর্বশেষ :
ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন মৌলভীবাজার সরকারি কলেজ কর্মচারীদের মধ্যে শিবিরের ঈদ সামগ্রী বিতরণ রাজনগরে গণমাধ্যমকর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল রাজনগরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আয়োজনে ক্বিরাত প্রতবযোগিতা রাজনগরে ডিবি পুলিশের উপর হামলার অভিযোগে চেয়ারম্যানসহ ৪৭ জনের নামে মামলা জুড়ীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিপ্লবী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল মসজিদ-মাদরাসায় পানির ফিল্টার দিল রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগাল রাজনগরে ডিবি পুলিশকে আটকে পালালেন চেয়ারম্যান, উত্তেজনা

রাজনগরে ডিবি পুলিশের উপর হামলার অভিযোগে চেয়ারম্যানসহ ৪৭ জনের নামে মামলা

মৌলভীবাজার প্রতিনিধি : / ১৩৯০
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে ইউনিয়ন পরিষদের গেইট আটকে ডিবি পুলিশের উপর হামলার ঘটনায় চেয়ারম্যানসহ ৪৭ জনকে আসামী করে মামলা (নং ৮, তাং ২৫/০৩/২০২৫) হয়েছে। হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত ও ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাংচুর করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ঘটনার পাঁচদিন পর রাজনগর থানায় মঙ্গলবার মামলাটি করেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই এএইচএম মাহমুদুর রহমান। তবে ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন হামলার ঘটনাকে মিথ্যা দাবি, সেদিন কোনো হামলা, মারামারি বা ক্ষয়ক্ষতির ঘটনাই ঘটে নি।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মার্চ রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সরকার বিরোধী বৈঠক করছেন এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ইউনিয়ন পরিষদে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যানসহ তার লোকজন স্লোগান দিয়ে ডিবি পুলিশের গাড়ি ভিতরে রেখে ইউনিয়ন পরিষদের গেইটে তালা লাগিয়ে দেন। অবরুদ্ধ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে কনস্টেবল মেহেদী হাসান সৌরভ ও তমাল হোসেন রায়হান আহত হন। ডিবি পুলিশের ব্যবহৃত নোয়া গাড়ির (চট্র মেট্রো চ ১১-৪০৩২) বাম দিকের গ্লাস ফেটে যায়। এসময়  ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে রাজনগর থানার ওসিকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে ইউপি সদস্য আব্দুল আজিজের সহযোগিতায় গেইটের তালা খুলে অবরুদ্ধ ডিবি পুলিশকে বের করা হয়।

 

এদিকে ঘটনার পাঁচদিন পর ইউপি চেয়ারম্যান রাহেল হোসেনসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরো ৩০ জনকে আসামী করা হয়েছে।

 

মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন বলেন, ওইদিন ইউনিয়নে একটি সালিশ চলছিল। সেখানে মানুষ বেশি থাকায় ডিবি পুলিশকে দেখে তারা উত্তেজিত হতে পারে ভেবে আমি চলে যেতে চাই। এসময় পুলিশ সদস্যরা পেছন পেছন গেলে লোকজন উত্তেজিত হয়ে কি হয়েছে জানতে চায়। উত্তেজিত হয়ে কেউ ইউনিয়ন পরিষদের সম্পদের ক্ষতি যাতে করতে না পারে সে জন্য সব মানুষকে বাইরে বের করে একজন গ্রাম পুলিশ গেইট তালাবদ্ধ করেন। পরে পরিস্থিতি শান্ত হলে প্যানেল চেয়ারম্যান আব্দুল আজিজ সেটি খুলে দেয়ার ব্যবস্থা করেন। তারা চলে গেলে আমি ইউনিয়নে এসে জানতে পারি কোনো হামলা, মারামারি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে নি। মিথ্যা একটি মামলা দিয়ে আমার ইউনিয়নের অনেক নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে।

 

পুলিশের জেলা গোয়েন্দা শাখার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ডিবি পুলিশের সদস্যরা সরকারি দায়িত্ব পালন করতে সখোনে গিয়েছিল। গেইটে তালাবদ্ধ করে তাদেরকে আটকে রাখা তো অপরাধ। এ ঘটনায় পেছন দিক থেকে ইটপাটকেলের আঘাতে আমাদের দুইজন সদস্য আহত হয়েছেন। তাই মামলা করা হয়েছে।

 

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদুল হাসান খান বলেন, ডিবি পুলিশের একজন বাদী হয়ে এঘটনায় মামলা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবো।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।