মৌলভীবাজারের রাজনগরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আয়োজনে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে ক্বিরাত প্রতিযোগিতা দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান করেন তারা।
মঙ্গলবার দুপুরে রাজনগর সরকারি কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা ,কৃষি অফিসার আলআমিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির মৌলভীবাজার জেলার অন্যতম দায়িত্বশীল ফাহাদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলার সেক্রেটারি মিছবাউল হাসান, রাজনগর উপজেলা ছাত্রদলের নেতা নূর হাসান সাঈফ, রাজনগর উপজেলা (দক্ষিন) শিবিরের সভাপতি সাজ্জাদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজনগর উপজেলার প্রতিনিধি ফজলে রাব্বী খান, শেখ আইমান সাজু, ক্বারী সাদিক আহমেদ, কাশেম আহমেদ, নাজমুল হুদা রেজা, আব্দুর রহমান।
এসময় পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি, ইত্তেহাদুল কুরআন বোর্ড এর দায়িত্বশীল এবং মোহাম্মদিয়া ট্রাস্টের দায়িত্বশীল।
প্রতিযোগিতায় রাজনগর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।