Logo

বাংলাদেশ ভ্রমণে ফের সতর্কতা যুক্তরাষ্ট্রের

রাজকথা ডেস্ক : / ১২০
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এসেও ফের বাড়ছে। সাম্প্রতিক এই পরিস্থিতিতে বাংলাদেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় ফেলে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ভ্রমণের গন্তব্য হিসেবে বাংলাদেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় যুক্ত করে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সিএনএন।

তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও পাঁচটি দেশকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে ফেলা হয়েছে। এর মধ্যে মধ্য আমেরিকার দুটি দেশ রয়েছে।

‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকার ছয়টি দেশ হচ্ছে- বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড, ফিজি, এল সালভাদর এবং হন্ডুরাস।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের এপ্রিলে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ বিবেচনায় মার্কিন নাগরিকদের বাংলাদেশ সফরের বিষয়ে সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।