Logo
সর্বশেষ :
রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন মৌলভীবাজার সরকারি কলেজ কর্মচারীদের মধ্যে শিবিরের ঈদ সামগ্রী বিতরণ

সিলেটে সওজ’র জায়গায় বহুতল ভবন, উচ্ছেদ-ভাঙচুর

রাজকথা ডেস্ক : / ৫৪০
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে গড়ে ওঠেছে অবৈধ স্থাপনা। সড়ক ও জনপথের (সওজ) জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন ও মার্কেট।

এসব অবৈধ স্থাপনার কারণে রাস্তা প্রশস্তকরণ ও ড্রেনেজ নির্মাণ কাজ বিঘ্নিত হচ্ছিল। বার বার নোটিশ দিলেও ভবন মালিকরা তাতে কর্ণপাত করেননি। এই অবস্থায় সওজ ও সিলেট সিটি করপোরেশন (সিসিক) মিলে যৌথভাবে উচ্ছেদ অভিযান শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার থেকে এ অভিযান শুরু হয়।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাঠানটুলা এলাকায় উচ্ছেদ অভিযান চালায় সওজ ও সিসিক। অভিযানকালে কয়েকটি বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন বোলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়। কয়েকটি ভবনের সামনের অংশ ভেঙে স্বেচ্ছায় স্থাপনা অপসারণে সময় বেঁধে দেয়া হয়।

সিসিকের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান জানান, সওজের জায়গা দখল করে অনেকে বাসাবাড়ি ও মার্কেট তৈরি করেছেন। রাস্তার উভয় পাশে সিটি করপোরেশন ড্রেন নির্মাণ করবে। তাই সওজের পক্ষ থেকে এসব অবৈধ স্থাপনার মালিকদের কয়েক দফা নোটিশ দেয়া হয়েছে। কিন্তু কেউই স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নেননি। তাই সওজ ও সিসিক যৌথ অভিযানে নেমেছে।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সড়ক ও ড্রেনের জায়গা দখল করে বড় বড় ভবন তৈরি করা হয়েছে। বৃষ্টির পানি যে দ্রুত নামবে, কীভাবে নামবে? পানি জমলেই আমাদের দোষ হয়।’

তিনি বলেন, ‘অভিযান শুরু হয়েছে, কাউকেই ছাড় দেওয়া হবে না। অবৈধ ভবন ভাঙা হবে, উচ্ছেদ করা হবে। সড়ক ও ড্রেন প্রশস্ত হবে।’


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।