মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের বাস সার্ভিস বন্ধ রয়েছে। ফলে কলেজ গামী চা শ্রমিকসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত শিক্ষার্থীরা টাকার অভাবে কলেজেগুলোতে নিয়মিত ক্লাস করতে পারছেনা বলে অনেক শিক্ষার্থী ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে।
জানা যায়, ২০১৮ সালের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের বাসটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত কলেজ শিক্ষার্থীদের পরিবহনের প্রায় দুই বছর বাস সার্ভিস চালু থাকলেও ২০২০ সালের মার্চে করোনাকালিন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় সার্ভিসটিও বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কলেজ খোলার পর শিক্ষার্থীদের পরিবহন করার কথা থাকলেও কোন কারণ ছাড়াই বাস সার্ভিসটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের বাসটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত কলেজ শিক্ষার্থীরা জানে না কি কারণে এ সার্ভিসটি বন্ধ করা হলেও বিভিন্ন খেলাধুলোয় অংশগ্রহন করতে এই বাস দিয়ে জেলা শহরে যাতায়াত করা হচ্ছে বলে শিক্ষার্থীরা জানান।
কমলগঞ্জ গণ মাহাবিদ্যালয় ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে চা বাগানসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত শিক্ষার্থীদের টাকার অভাবে নিয়মিত উপস্থিত হতে না পারায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক চা শ্রমিকসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বাস সার্ভিসের জন্য আবেদন করেন। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য একটি বাস উপহার দেওয়া হয়। এ বাস দিয়ে সীমান্তবর্তী কুরমা, চাম্পারায়, বাঘাছড়াসহ কয়েকটি চা বাগানের শিক্ষার্থীরা স্বল্প খরছে যাতায়াত করতেন।
কলেজ শিক্ষার্থীর অভিভাবক সুনীল কুমার সিনহা বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত শিক্ষার্থীদের জন্য দুটি বাসের জায়গায় একটি বাস উপহার দেওয়া হয়েছে। এখন আবার সেই বাসটি বন্ধ করে দেওয়া হয়েছে। যাতায়াত খরচের কারণে গত এক বছরে অনেক অভিভাবক তাদের সন্তানকে কলেজে পড়ানো বন্ধ করে দিয়েছেন। বাস সার্ভিস চালু না করলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত অনেক শিক্ষার্থী ঝরে যাবে।
বাস চালক বিপ্লব সিংহ বলেন, ২০২০ সালের ১৭ মার্চ করোনাকালিন সময়ে বাস সার্ভিসটি বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিসটি চালু করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, গাড়ি চালকের বেতন দেওয়ার বরাদ্দ না থাকার কারনে বাস সার্ভিসটি বন্ধ রয়েছে। তবে কিছু দিনের মধ্যে আবার চালু করা হবে।