Logo

শান্তিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজকথা ডেস্ক : / ১৬০
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে মাসুমা বেগম (২০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের আকিল হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৭টায় মাসুমা বেগম পরিবারের অগোচরে বসতঘরের টয়লেটের উপরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ‘ফাঁস নেন’। স্বামী তাকে ঘরের ভেতরে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বসতঘরের টয়লেটের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পুলিশ মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।