Logo

টঙ্গিবাড়ীতে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

রাজকথা ডেস্ক : / ১০১
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জাফর মুসল্লী (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার আউটশাহী ইউনিয়নের সুবচনী বাজারের আর.আর হিমাগারের পিছনে ইছামতি নদী থেকে লাশটি উদ্ধার করে টঙ্গিবাড়ী থানা পুলিশ।

থানা পুলিশ সুত্রে জানাযায়- গত ৩/৪ দিন আগে লৌহজং উপজেলার বাসুদিয়া গ্রামের নদীতে বালুর ট্রলার হতে জাফর মুসল্লী নিখোঁজ হয়। পরে তাকে টঙ্গিবাড়ী উপজেলার সুবচনী নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জাফর মুসল্লী পটুয়াখালী জেলার মৃত কাশেম মুসল্লীর ছেলে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।