Logo

বড়লেখায় অটোরিকশা চালককে হত্যার অভিযোগে স্ত্রী-ছেলেসহ গ্রেপ্তার ৫

রাজকথা ডেস্ক : / ১৭৬
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় ফখরুল ইসলামে (৫৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৬ জুলাই) সকালে উপজেলার ইটাউরী গ্রামের সুনু মিয়ার পরিত্যক্ত বাড়ির লিচু গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ফখরুলকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার পর লাশ লিচু গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে ঘটনা আড়াল করতে তার পরিবার আত্মহত্যার নাটক সাজিয়েছে।

এই ঘটনায় বুধবার রাতে নিহত ফখরুলের বোন সুফিয়া বেগম বাদি হয়ে ফখরুলের স্ত্রী ও ছেলেসহ ৫ জনের নাম উল্লেখ ও আরও দুজনকে অজ্ঞাত আসামি  করে থানায় মামলা করেছেন। মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে প্রথমে ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করে। পরদিন বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত ফখরুল ইসলামের স্ত্রী দিলারা বেগম, ছেলে উজ্জল আহমদ, সোহাগ মিয়ার ছেলে সেলিম উদ্দিন, মৃত সুনু মিয়ার ছেলে মস্তাব উদ্দিন ও বকুল মিয়ার ছেলে কবির আহমদ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ইটাউরী গ্রামের সিএনজি চালিত অটোরিকশা চালক ফখরুল ইসলামের স্ত্রী দিলারা বেগম পরপুরুষ আসক্ত প্রকৃতির মহিলা। এ নিয়ে প্রায়ই স্ত্রীর সাথে ফখরুল ইসলামের ঝগড়াঝাটি হতো। সম্প্রতি ফখরুলে স্ত্রী তার অনুমতি ছাড়া প্রতিবেশি মস্তাব উদ্দিনকে একসের ধানের বীজ দেন। বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় ফখরুলের। এসময়  ছেলে উজ্জল আহমদ মায়ের পক্ষালম্বন করে ফখরুলকে মারতে উদ্যত হয়। ফখরুল বিষয়টি তার স্বজনদের জানান। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন ফখরুলে স্ত্রী, ছেলেসহ অন্য আসামিরা। এরপরই তারা ফখরুলকে হত্যার ছক আঁকেন। বিষয়টি বুঝতে পেরে ফখরুল স্বজনদের জানান। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন আসামিরা ফখরুলকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ  গ্রামের সুনু মিয়ার পরিত্যক্ত বাড়ির লিচু গাছে ঝুলিয়ে রাখে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান (পিপিএম) শুক্রবার সন্ধ্যায় বলেন, ফখরুলকে লিচু গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার হাত, পা, চোখ ও মুখ বাধা অবস্থায় ছিল। ফখরুলের স্বজনদের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে তার স্ত্রী ও ছেলেসহ আরও কয়েকজন মিলে শ্বাসরোধে হত্যার পর লাশ লিচু গাছে ঝুলিয়ে রেখেছেন। এই ঘটনায় তার বোন বাদি হয়ে স্ত্রী ও ছেলেসহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করে। পরদিন বৃহস্পতিবার তার স্ত্রী দিলারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শুক্রবার বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।