শুক্রবার (২৯ জুলাই) বিকেলে শহরের বঙ্গবন্ধু উদ্যানের ডাকবাংলো মাঠে দুই শতাধিক পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের পরিচালনায় অনুষ্ঠানে সমিতির মহতী উদ্যোগের প্রশংসা করে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সাবেক আহবায়ক খন্দকার লুৎফুল হক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি রফিক মিয়া ফাতু, সহসভাপতি মাও. আব্দুল ওয়াহিদ, সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. কুতুবউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান আফজল, ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, আব্দুল মতলিব, গৌছ মিয়া, ওয়ার্ড মেম্বার, রিংকু বর্ধন, শেখ সুমন, আব্দুল মন্নান, নাজিম বখশ, কাওছার আহমদ চৌধুরী সাব্বির প্রমুখ।
সম্পাদক আতিকুর রহমান আখই জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দুইশত প্যাকেট বিতরণ করা হয়।