Logo
সর্বশেষ :
ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন মৌলভীবাজার সরকারি কলেজ কর্মচারীদের মধ্যে শিবিরের ঈদ সামগ্রী বিতরণ রাজনগরে গণমাধ্যমকর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল রাজনগরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আয়োজনে ক্বিরাত প্রতবযোগিতা রাজনগরে ডিবি পুলিশের উপর হামলার অভিযোগে চেয়ারম্যানসহ ৪৭ জনের নামে মামলা জুড়ীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিপ্লবী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল মসজিদ-মাদরাসায় পানির ফিল্টার দিল রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগাল রাজনগরে ডিবি পুলিশকে আটকে পালালেন চেয়ারম্যান, উত্তেজনা

কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যবসায়ী সমিতির ত্রাণ বিতরণ

রাজকথা ডেস্ক : / ১৮১
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাদ্যসামগ্রীর সহায়তা নিয়ে দাঁড়িয়েছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে শহরের বঙ্গবন্ধু উদ্যানের ডাকবাংলো মাঠে দুই শতাধিক পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের পরিচালনায় অনুষ্ঠানে সমিতির মহতী উদ্যোগের প্রশংসা করে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ, থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সাবেক আহবায়ক খন্দকার লুৎফুল হক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি রফিক মিয়া ফাতু, সহসভাপতি মাও. আব্দুল ওয়াহিদ, সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. কুতুবউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান আফজল, ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, আব্দুল মতলিব, গৌছ মিয়া, ওয়ার্ড মেম্বার, রিংকু বর্ধন, শেখ সুমন, আব্দুল মন্নান, নাজিম বখশ, কাওছার আহমদ চৌধুরী সাব্বির প্রমুখ।

সম্পাদক আতিকুর রহমান আখই জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দুইশত প্যাকেট বিতরণ করা হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।