কোভিড-১৯ প্রতিরোধে প্রথম ঢেউ ও সংকট মোকাবেলায় দেশ ও প্রবাসে থেকে বিভিন্ন অক্সিজেন সিলিন্ডারসহ নানাভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকে সংবর্ধনা দিচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (১ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিলন বখত্, যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আবুল হোসেন সুরমান ও যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর বখত্কে এই সম্মাননা জানানো হয়।
করোনাকালে সংকট মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা বিভিন্ন স্বাস্থ্যসেবা সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকেও পর্যাায়ক্রমে সম্মাননা জানানোর উদ্যোগের কথা জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আফজালুর রহমানের সভাপতিত্বে ও খসরু মিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ হাসিন মাহতাব আহমদ, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের প্রাক্তন নার্সিং সুপারভাইজার নজরুল ইসলাম খান, রাজনগর বাজার কমিটির সাবেক সম্পাদক ওবায়েদুর রহমান ডিপলু, রাজনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, সদস্য কেএম সাইদুল ইসলাম প্রমুখ।