মৌলভীবাজারের রাজনগরে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্রোসপেক্ট পার্কসিটি’র কাউন্সিলম্যান মোহাম্মদ আবুল হোসেন সুরমানের সাথে রাজনগর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাজনগর প্রেসক্লাব আয়োজনে বিকেলে রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে বক্তব্য রাখেন-নিউজার্সি অঙ্গরাজ্যের প্রোসপেক্ট পার্কসিটি’র বোর্ড অব এডুকেশনের চার বারের কমিশনার ও দুইবারের কাউন্সিলম্যান মোহাম্মদ আবুল হোসেন সুরমান, রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান, রাজনগর আইডিয়েল হাইস্কুলের শিক্ষক জাহাঙ্গীর আহমদ মুহিত, প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল আজিজ, শংকর দুলাল দেব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান।
এতে উপস্থিত ছিলেন- রাজনগর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ ফুয়াদ হোসেন, সদস্য কেএম সাইদুল ইসলাম, কামরান আহমদ, সাংবাদিক মাসুম বক্স মাহি প্রমুখ।