Logo

সেপটিক ট্যাংক বিস্ফোরণে কিশোরীর মৃত্যু

সারাবাংলা ডেস্ক : / ১৩৬
প্রকাশিত : শনিবার, ৬ আগস্ট, ২০২২

মুন্সীগঞ্জের মানিকপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে আফরোজা নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যায় শহরের মানিকপুরে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জের ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদীনের ৩য় তলা ভবনের নিচতলায় আওলাদ হোসেন নামে এক ব্যক্তি পরিবার নিয়ে ভাড়া থাকেন। ভবনটি সেপটিক ট্যাংকের ওপরে। সন্ধ্যায় আওলাদ হোসেনের স্ত্রী রান্না করছিলেন এবং আফরোজা ও তার বোন টিভি দেখছিলেন।

হঠাৎ সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়। এ সময় কক্ষটি তছনছ হয়ে যায়। বিকট শব্দ শুনে এলাকার লোকজন এসে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।  ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আফরোজাকে মুমূর্ষু অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আফরোজার বোন সুস্থ আছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সেপটিক ট্যাংকের ঢাকনা বন্ধ থাকায় এক ধরনের বিষাক্ত গ্যাস তৈরি হয়। ধারণা করা হচ্ছে দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে বিষাক্ত গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটেছে।
 
মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান জানায়, লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।