Logo

মৌলভীবাজারে ওজনে ডিজেল কম দেয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি : / ১৯৩
প্রকাশিত : রবিবার, ৭ আগস্ট, ২০২২

মৌলভীবাজারে ওজনে ডিজেল কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জেলার শমশেরনগর রোডে অবস্থিত এমএফ ফিলিং স্টেশনকে এ জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার ওই কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে এমএফ ফিলিং স্টেশনে ডিজেল পরিমাপ করা  দেখা যায় ডিজেল ৫ লিটারের মধ্যে ১৫০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে।  এঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানে সহযোগিতা করে সদর মডেল থানা পুলিশ ফোর্স।

সহকারী পরিচালক আল-আমিন জানান- সদর উপজেলার মাতারকাপন, শমসেরনগর রোড, চাঁদনীঘাটসহ বিভিন্ন জায়গায় ফিলিং স্টেশনে অভিযান পরিচালিত হয়। ফিলিং স্টেশনগুলো প্রতিশ্রুতি অনুযায়ী তেল না দেওয়া, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে তেল কম দেওয়া এই ধরণের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক আজকের অভিযান পরিচালিত হয়। এই তদারকি অভিযানে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করা, প্রতিশ্রুতি অনুসারে তেল বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মাতারকাপনে অবস্থিত মেসার্স এম এফ ফিলিং এন্ড সিএনজি ষ্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সহকারী পরিচালক আল-আমিন বলেন- কোনো প্রতিষ্ঠান পণ্য সরবরাহে অনিয়ম করলে অধিদপ্তরে অভিযোগ করার জন্য অনুরোধ করা হলো। জনস্বার্থে এসব অভিযান চলমান থাকবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।