Logo

রাজনগরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মৌলভীবাজার প্রতিনিধি : / ১৫৮
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের রাজনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। উপজেলার গালফ কমিউনিটি সেন্টারে মঙ্গলবার সকালে এই অনুষ্ঠান হয়।


উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখ্ত এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এড. রাধাপদ দেব সজল, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রামলাল রাজভর।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সজল চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, দিগেন্দ্র চন্দ্র সরকার চঞ্চল, সিরাজুল ইসলাম ছানা, জেলা যুবলীগের সহ-সভাপতি নজমুল হক সেলিম, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে মধু, আওয়ামী লীগ নেতা শেখ বশারত আলী, ফরজান আহমদ, বীরমুক্তিযোদ্ধা পরিমল দাস, আতাউর রহমান, শাহ শাহিদুজ্জামান ছালিক, রাজা মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহেদুজ্জামান আনছারী মনাই, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, সেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আকমল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাহি খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করা হয়েছে। খুনি মোশতাকের দোসররা এখনো বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ও পরবর্তীতে বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা প্রমাণ করে বিএনপি-জামায়াত দেশকে আবারো পেছনে নিয়ে যেতে চায়। এসময় বক্তারা ষড়যন্ত্রকারীদের হুশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের আগে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। তাদের এসব অপতৎপরতা রুঁখতে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত আছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।