মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন ছাত্রলীগ নেতাদের উদ্যোগে গঠিত সংগঠন ‘বন্ধন ইউকে’ এই খাদ্য সামগ্রী বিতরণ করে। উত্তরভাগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫টি পরিবারকে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এসব খাদ্য দেয়া হয়।
উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল। উত্তরভাগ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নেপাল দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও ডরসেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত আফজল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ তপু, সাবেক ছাত্র নেতা রাসেল খান প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এক হাজার টাকার সমপরিমান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।