Logo

নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ভেসে উঠল যুবকের লাশ

সারাবাংলা ডেস্ক : / ১৪৪
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডহরী খালে ট্রলার ডুবিতে নিখোঁজ যুবকের লাশ ৩৬ ঘণ্টা পর ‍উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে ৩০০ গজ দূরে ভেসে ওঠে যুবকের মরদেহ। তার নাম মো. সেলিম (২৬)। তিনি উপজেলার ইছাপুরা ইউনিয়নের চম্পকদি গ্রাামের সিরাজ খানের ছেলে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে মিজানুল হক জানান, সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সকাল ১০টার দিকে সেলিমের মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত রবিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার তালতলা-মুন্সীগঞ্জ (ডহরী) খালের মালখানগর ইউনিয়নের ফেগুনাসার নৌ টুল বক্সের সামনে একটি বাল্কহেডের ধাক্কায় চারজন যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়। পরে তিনজন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও সেলিম নিখোঁজ ছিলেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।