Logo
সর্বশেষ :
ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন মৌলভীবাজার সরকারি কলেজ কর্মচারীদের মধ্যে শিবিরের ঈদ সামগ্রী বিতরণ রাজনগরে গণমাধ্যমকর্মীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল রাজনগরে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আয়োজনে ক্বিরাত প্রতবযোগিতা রাজনগরে ডিবি পুলিশের উপর হামলার অভিযোগে চেয়ারম্যানসহ ৪৭ জনের নামে মামলা জুড়ীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিপ্লবী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল মসজিদ-মাদরাসায় পানির ফিল্টার দিল রাজনগর প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি পর্তুগাল রাজনগরে ডিবি পুলিশকে আটকে পালালেন চেয়ারম্যান, উত্তেজনা

বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার বাড়িতে প্রেমিকার অনশন

সারাবাংলা ডেস্ক : / ১৬৩
প্রকাশিত : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় বিয়ের দাবিতে দুইদিন ধরে ছাত্রলীগ নেতা প্রেমিক কে. এম রবিন খান (২৬) এর বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা মোছা: রিতা খাতুন (২৪)। সে সোমবার দুপুর থেকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলখোলা (গুনাইখারা) এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে। জানা যায়, প্রথমে তাদের ফেসবুকের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, আস্তে আস্তে সম্পর্কের সময় বাড়ে। এ ঘটনা নিয়ে গতকাল সোমবার সকাল থেকে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মেয়েটিকে দেখতে প্রেমিক রবিন এর বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর থেকে জিন্নোত খানের ছেলে সিংড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রেমিক রবিন খান এর বাড়িতে রাজশাহীর কাটাখালি উপজেলার চকবেলঘড়িয়া (বাকরাবাজ) গ্রামের এক তরুণী বিয়ের দাবিতে অনশন করছে। সেই সময় ছেলের অভিভাবকরা বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে পাঠিয়ে দেবার চেষ্টা করছে। বর্তমানে ছেলের পরিবারে তার বৃদ্ধা মা আছে ও তার বাবা দেশের বাহিরে থাকেন।

প্রেমিকা রিতা খাতুন বলেন, আমাদের দীর্ঘ ৫ বছরের প্রেম। ছেলেটা আমাকে জোর করে ইমোশনালি ব্ল্যাকমেইল করে রিলেশন করতে বাধ্য করেছিলো। এখন তাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু সে এখন আমাকে বিয়ে করতে পারবে না বলছে। তিনি আরো বলেন, প্রেমিক রবিন তার বাড়িতে অনেকবার বেড়াতে গিয়েছে এবং আমার পরিবারকেও বিয়ের করার প্রস্তাব রেখেছিলো। আমার দাবি, রবিন ও তার পরিবারের লোকজন বিয়ের বিষয়টির সুরাহা দিতে হবে। তা না করা পর্যন্ত তার অনশন চলবে বলে জানান প্রেমিকা।

এ বিষয়ে হাতিয়ান্দহ ইউপি চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল বলেন, আমি এলাকার ছিলাম না। অনশনের বিষয়টি জেনেছি। ছাত্রলীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে রাজশাহী থেকে একটি মেয়ে এসেছে। আমি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি, যাতে উভয় পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় ভাবে বিষয়টির মীমাংসা করে দেয়া হয়। মেয়েটি অসহায় বিধায় সে ছেলের বাড়িতে অবস্থান নিতে বাধ্য হয়েছে, কাল স্থানীয় নেতাকর্মীদের ও দুই পরিবারের সাথে কথা বলে তাদের বিয়ের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।