Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন রাজনগরে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি রাজনগরে হাওরের রাস্তা থেকে অজ্ঞাত নারীর মৃ-ত-দে-হ উদ্ধার রাজনগরে ভিক্ষাবৃত্তি থেকে বিকল্প পেশায় ফেরাতে ৯ জনকে দেয়া হলো রিকশা শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ১৮ জন রাজনগরে জামায়াত নেতার উপর ‘ছাত্রলীগ নেতার’ হামলার নেপথ্য ঘটনা, থানায় মামলা রাজনগর সরকারি কলেজে ১৫ দফা প্রস্তাবনাসহ স্মারকলিপি দিয়েছে শিবির মৌলভীবাজারে ‘সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ কাবাডি টুর্নামেন্ট’ এর উদ্বোধন মৌলভীবাজারে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভা রাজনগরে বিএনপি নেতার গাড়িতে হামলার ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের নামে মামলা

রাজনগরে সিএনজি অটোরিক্সা চালকদের মানবন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি : / ২০৭
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের রাজনগরে সিএনজি অটোরিক্সার চালকরা মানববন্ধন করেছে। ড্রাইভিং লাইসেন্স করে দেয়ার কথা বলে জেলা শ্রমিক ইউনিয়নের এক নেতার বিরোদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ ও তার বিচারের দাবী করে এই মানববন্ধন করা হয়। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার সময় রাজনগর উপজেলা সদর শ্রমিক পরিচালনা ইউনিট কমিটির উদ্যোগে রাজনগর বাজারে এ মানববন্ধন করা হয়।
রাজনগর উপজেলা সদর শ্রমিক পরিচালনা ইউনিট কমিটির নেতারা বলেন, মৌলভীবাজার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা সহ-সাধারণ সম্পাদক শেখ মো. আনোয়ার হোসেন সিএনজি অটোরিক্সা চালকদের কাছ থেকে ২০১৯ সালের অক্টোবরে ড্রাইভিং লাইসেন্স করে দেয়ার জন্য লাইসেন্স প্রতি ১২ হাজার টাকা করে নেন। এভাবে তিনি শুধু উপজেলা সদর ইউনিট থেকে ১ লক্ষ ৪৪ হাজার টাকা নিয়েছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আরো অনেক টাকা নিয়ে আত্মসাত করেছেন। দীর্ঘদিন হয়ে গেলেও তিনি লাইসেন্স করে দিচ্ছেন না। তার সাথে যোগাযোগ করা হলে দিবেন দিচ্ছেন বলে সময় ক্ষেপন করছেন।
এ বিষয়ে শ্রমিকরা জেলা সভাপতি-সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দেয়ার পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি। শ্রমিকরা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছে।
রাজনগর উপজেলা সভাপতি মো. জামাল মিয়ার সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক টুটুন মিয়া, ভুক্তভোগী জুয়েল আহমদ, রয়েল আহমদ, আব্দুর রহিম প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।