বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে যৌতুক ও মারধরের জন্য তার স্ত্রী মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে থানা কর্তৃপক্ষ।
তবে এখনও বিষয়টি যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানান থানার কর্মকর্তারা। এ বিষয়ে বিসিবিকেও জানিয়েছে মিরপুর থানা। যাচাই-বাছাইয়ের পর অভিযোগের সত্যতা পেলে মামলা নথিভুক্ত হবে বলেও জানিয়েছে থানার কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০১৫ সালে বিশ্বকাপ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের শাস্তি হিসেবে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল এই ডানহাতি পেসারকে।