Logo

যৌতুকের জন্য বউকে পেটান ক্রিকেটার আল-আমিন

রাজকথা ডেস্ক : / ২৫২
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে যৌতুক ও মারধরের জন্য তার স্ত্রী মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে থানা কর্তৃপক্ষ।

তবে এখনও বিষয়টি যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানান থানার কর্মকর্তারা। এ বিষয়ে বিসিবিকেও জানিয়েছে মিরপুর থানা। যাচাই-বাছাইয়ের পর অভিযোগের সত্যতা পেলে মামলা নথিভুক্ত হবে বলেও জানিয়েছে থানার কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০১৫ সালে বিশ্বকাপ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের শাস্তি হিসেবে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল এই ডানহাতি পেসারকে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।