Logo

গৃহবধূ মিনা বেগম হত্যাকাণ্ড : বাবার ফাঁসি চাইলো সন্তানরা!

মৌলভীবাজার প্রতিনিধি : / ২৫৮
প্রকাশিত : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

রাজনগরের কামারচাক ইউনিয়নে মৌলভীচক গ্রামের গৃহবধূ মিনা বেগমকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় নিহতের সন্তানরাও হত্যাকারী বাবাসহ সকল জিড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি করেন।
শুক্রবার (৯আগষ্ট) বেলা ২ টায় হত্যাকান্ডের  জড়িত আসামীদের গ্রেফতার ও সর্বোচ্চ বিচারের দাবিতে মৌলভীচক এলাকাবাসীর আয়োজনে মৌলভীচক পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে বক্তব্য দেন কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, ইউপি সদস্য মাহবুব রহমান, মকলিছুর রহমান, কামারচাক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলীম আল মুনিম, নিহত মিনা বেগমের বড় ভাই আব্দুল মান্নান, কনা মিয়া, আলিক চৌধুরী, শায়েস্তা মিয়া, সাংবাদিক মাইদুল ইসলাম, জাকির হোসেন মিনার, নিহত মিনা বেগমের বড় ছেলে কাওসার আহমেদ প্রমুখ।
এসময় নিহত মিনা বেগমকে তার স্বামী সহ যারা হত্যা করেছে তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন বক্তারা।
নিহত মিনা বেগমের বড় ছেলে  কাওসার আহমেদ ও তিন বছরের মেয়ে বুশরা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার মায়ের হত্যাকারী আমার বাবা সহ সবার ফাঁসি চাই।
উল্লেখ্য যে, গত ৩১ আগস্ট মৌলভীচক গ্রামের গৃহবধু মিনা বেগমকে হত্যা করে তার স্বামী লেচু মিয়া সহ কয়েকজন মিলে লাশগুম করতে পায়ে কলসি ও ড্রাম বেধে পুকুরে ফেলে দেয়। পরে লাশ ভেসে উঠলে রাজনগর থানার পুলিশ গিয়ে উদ্ধার করে ও স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এঘটনায় নিহতের স্বামীসহ কয়েকজনকে আসামী করে রাজনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘাতক স্বামী লেচু মিয়া এখন কারাগারে রয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।