মৌলভীবাজার জেলার রাজনগরের মাধ্যমিক শিক্ষকদের সংগঠন ‘উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির’ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ ১৮ বছর পর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এক সভার মাধ্যমে সর্ব সম্মতভাবে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করেন।
রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সূত্রে জানাযায়, বিগত ২০০৪ সালের প্রথম দিকে উপজেলার সকল শিক্ষকদের অংশগ্রহনে এক নির্বাচনের মাধমে রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে উক্ত কমিটি বিভিন্ন কারণে নিষ্ক্রিয় হলে সংগঠনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৮ বছর পর ১ নভেম্বর মঙ্গলবার রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের এক যৌথ সভায় সর্ব সম্মতভাবে রাজনগর আইডিয়েল হাই স্কুলের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আহমেদ মুহিতকে আহ্বায়ক, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিনা বেগমকে যুগ্ম আহ্বায়ক ও রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর দুলাল দেবকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল মোক্তাদির একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বেগম ছহিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি দত্ত, বেগম দূররে সামাদ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব চন্দ্র দেবনাথ, রাজনগর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ হরিজন সহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।
রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন-উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম প্রমুখ।