মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউকেএইড এর সহযোগিতায় এই ইউনিয়নের হতদরিদ্র জনগোষ্ঠী ও কিশোরীদের পুষ্টি, জীবিকায়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০২০ সাল থেকে তিন বছরের জন্য সূচনা কর্মসূচী বাস্তবায়ন করেছে সিএনআরএস, ওয়ার্ল্ড ফিস সহ কয়েকটি এনজিও সংস্থা।
উত্তরভাগ ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার (০৭ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সিএনআরএস-সূচনা প্রকল্পের জিসিডিও স্বপন কুমার নাইডুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন- সিএনআরএস-সূচনা প্রকল্পের ইউপিসি সাইকা উম্মাশি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার পাল, নওশাদ মৃধা, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বাবর আহম্দ, উপজেলা মৎস অফিসের ক্ষেত্র সহকারী খালেদ আমান, এএইচআই দিপেশ চন্দ্র দাশ, এফপিআই কিশোর কুমার দেব, ইউপি সদস্য আব্দুল মনাফ, শাহ হারিছ আলী, আব্দুল জলিল, মো. মাসুক, সুভাষ পাশী, রেবিনা বেগম, শান্তা হুড়, জাহেদা বেগম, সূচনা প্রকল্পের ইউনিয়ন কো-অর্ডিনেটর সুবল ম্রোসহ প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় ইউনিয়নের বিভিন্ন এলাকার উপকারভোগীরা সূচনা কর্মসূচীর মাধ্যমে উপকৃত হয়ে নিজেদের সফল হওয়ার স্মৃতিচারণ করে সমাপনী সভায় বক্তব্য রাখেন।