এলাকাবাসী জানায়, বিদ্যালয় ভবনের নিচতলার একটি পরিত্যাক্ত অংশ থেকে কয়েকটি বিষধর সাপ বেরিয়ে আসতে দেখে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন বিষধর একটি গোখরা সাপ মেরে ফেলেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদুন্নেসা (মাসুমা) জানান, কয়েক দিন ধরে সাপের ভয়ে শিক্ষার্থীরা স্কুল আসা কমিয়ে দিয়েছে। বিদ্যালয়ের চতুর্দিকে কার্বলিক এসিড ও ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয়া হয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বোঝানোর চেষ্টা করছি।
তিনি বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশক্রমে বিদ্যালয়ের ঝোপ-জাড় পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। দ্রুতই আমরা সমস্যা থেকে বেরিয়ে আসবো।
পরে হবিগঞ্জ প্রকৃতি ও প্রাণী ব্যবস্থাপনা বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে স্ন্যাক রেসকিউ টিম উদ্ধার অভিযান চালায়। অভিযানে ২০টি বিষাক্ত সাপের ডিম ও সাপের খোলস পাওয়া যায়।