মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে জয়নাল মুন্সি (৪৫) নামের এক ফল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার বাড়ি রাজনগর উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামে। তিনি টেংরা বাজারে ফলের ব্যাবসা করতেন। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার নোয়া বাগিচা বাগানের পাশে এ ঘটনাটি ঘটে।
মৃত্যুর আগে আহত অবস্থায় জয়নাল মুন্সি বলেন, জয়চন্ডী এলাকার মুছা মিয়া নামক এক ব্যক্তির মাধ্যমে তিনি এখানে এসেছেন। সাথে আরও দুজন যুবক ছিলেন। তারা পাঁচপীর জ্বালাই এলাকায় কোন এক কবিরাজের বাড়িতে যাওয়ার কথা ছিলো। সন্ধ্যা পরে জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকায় অবস্থিত নোয়া বাগিচা বাগানের পাশে আসামাত্র সঙ্গে থাকা যুবক তাকে ছুরিকাঘাত করে মাটিতে ফেলে পালিয়ে যায়।
নোয়া বাগিচার বাসিন্দা ও আশপাশের লোকজন জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এক ব্যক্তির আর্তচিৎকার চিৎকার শুনে তারা এগিয়ে এসে দেখেন রক্তাক্ত জখম অবস্থায় জয়নাল মুন্সি মাটিতে লুটপাট করছেন। আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন আরও জানান, ঘটনার কিছু সময় পর দু’জন যুবককে ঘটনাস্থলের পাশের খাল দিয়ে দৌড়ে যেতে দেখেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, জয়নাল মুন্সিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জয়নাল হত্যাকারী ওই দুই ছেলেকে আটকের লক্ষ্যে পুলিশ সাড়াশি অভিযান চালাচ্ছে।