Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন রাজনগরে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি রাজনগরে হাওরের রাস্তা থেকে অজ্ঞাত নারীর মৃ-ত-দে-হ উদ্ধার রাজনগরে ভিক্ষাবৃত্তি থেকে বিকল্প পেশায় ফেরাতে ৯ জনকে দেয়া হলো রিকশা শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত, আহত ১৮ জন রাজনগরে জামায়াত নেতার উপর ‘ছাত্রলীগ নেতার’ হামলার নেপথ্য ঘটনা, থানায় মামলা রাজনগর সরকারি কলেজে ১৫ দফা প্রস্তাবনাসহ স্মারকলিপি দিয়েছে শিবির মৌলভীবাজারে ‘সিলেট রেঞ্জ চ্যাম্পিয়নশিপ কাবাডি টুর্নামেন্ট’ এর উদ্বোধন মৌলভীবাজারে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভা রাজনগরে বিএনপি নেতার গাড়িতে হামলার ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের নামে মামলা

রাজনগরের জয়নাল হত্যা : কুলাউড়ায় মেম্বারসহ ২ জনকে আটকের প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি : / ৪৪২
প্রকাশিত : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

রাজনগরের টেংরা বাজারের ফল ব্যবসায়ী মুন্সি জয়নাল মিয়া (৫০) হত্যাকান্ডের ঘটনায় কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মোঃ মনু মিয়াসহ দু’জনকে আটক করেছে পুলিশ। ৮ নভেম্বর রাতে তাদেরকে আটক করা হয়। এদিকে ৩ বারের নির্বাচিত মেম্বারকে আটকের প্রতিবাদে স্থানীয় এলাকার লোকজন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

পুলিশ সুত্রে জানা যায়, মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা বাজারের ফল ব্যবসায়ী জয়নাল মুন্সি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জয়চন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার মো. মনু মিয়া (৫০) এবং তাঁর শ্যালক জুড়ী উপজেলার পশ্চিম জায়ফরনগর এলাকার বাসিন্দা শরীফ আহমদ (৩২) কে আটক করা হয়েছে।

এদিকে বুধবার সকালে পাঁচপীর জালাই, মেরিনা ও গোগালীছড়া এলাকার লোকজন ইউপি মেম্বার মো. মনু মিয়াকে আটকের প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম লালের সভাপতিত্বে ও সোহেল আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ওই এলাকার প্রবীণ মুরুব্বী মকবুল মিয়া, খোকন মিয়া, নজির আহমদ, গেন্দু মিয়া, মেরিনা চা বাগানের শ্রমিক রবি খাড়িয়া, গোগালী ছড়া এলাকার মাহমুদ ও জুয়েল আহমদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ৩ বারের জনপ্রিয় মেম্বার মো. মনু মিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় জড়ানো হয়েছে। অবিলম্বে মামলা থেকে তাকে অব্যাহতি ও মুক্তি দিতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, ইউপি মেম্বার মো. মনু মিয়া ও তার শ্যালক শরীফ আহমদকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মুন্সি জয়নাল মিয়া হত্যাকান্ডের ঘটনায় তার ছেলে মাছুম মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য- গত ৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা বাজারের ফল ব্যবসায়ী জয়নাল মুন্সিকে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার রাবার বাগানের ভেতরে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জয়নালকে দেখে দ্রুত কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।