Logo

রাজনগরে শেষ হলো দিনব্যাপী বিজ্ঞান মেলা

মৌলভীবাজার প্রতিনিধি : / ২০৯
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

মৌলভীবাজারের রাজনগরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান। একই দিন বিকেলে দিনব্যাপী এই মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খান, বিআরডিবি কর্মকর্তা গোলাম রাব্বানী খান, শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহিদ, বেড়কুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমদসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

মেলায় বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী উপস্থাপন করে প্রথম স্থান অর্জন করে মহলাল উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান রাজনগর আইডিয়েল হাই স্কুল ও তৃতীয় স্থান রাজনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।