মৌলভীবাজারের রাজনগরে প্রয়াত দুই উপজেলা চেয়ারম্যান মো. মিছবাহুদ্দোজা ভেলাই ও বীর মুক্তিযোদ্ধা মো. আছকির খান স্মৃতি ইউনিয়ন কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শেষ হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। চলতি বছরের মার্চ মাসে রাজনগর খেলোয়াড় কল্যাণ সংস্থা আয়োজনে ও উপজেলা কোয়াবের সহযোগিতায় এই টুর্নামেন্টের পর্দা উঠেছিল।
রাজনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার আহ্বায়ক মো. মিনাজ মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, প্রয়াত উপজেলা চেয়ারম্যান আছকির খানের ছেলে আসাদুজ্জামান খান রাসেল, কোয়াবের উপজেলা সভাপতি শাহ পাবলু, সাধারণ সম্পাদক জহির আহমদ জোয়াহির, খেলোয়ার কল্যাণ সংস্থার যুগ্ম আহ্বায়ক শেখ রেহান উদ্দিন জুবেল, সদস্য শেখ তোফায়েল আহমদ রুকন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, ক্রীড়া সংগঠক নিবারণ ঘোষ ভজন, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম সোহেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, ছাত্রলীগের সভাপতি রুবেল আহমদ, খেলোয়াড় কল্যান সংস্থার সদস্য সচিব সাঈদ খান, সদস্য রিবান বকস, শেখ সামাদ উদ্দীন, রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাহি খান, স্কোরার সাইফুল ইসলাম মামুন, নিজাম আহমদ তুষারসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, ক্রীড়ানুরাগী ব্যাক্তি ও ক্রীড়াসংগঠকরা।
ফাইনাল খেলায় রাজনগর সদর ইউনিয়ন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টেংরা ইউনিয়ন দল।