Logo

প্রথমার্ধে ৪ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা!

রাজকথা ডেস্ক : / ৩৯২
প্রকাশিত : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

সংযুক্ত আরব আমিরাতের সাথে ফ্রেন্ডলি ম্যাচে প্রথমার্ধ শেষে ৪ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। খেলার ১৭  মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন জে. আলবারেজ। গোলটির এসিস্টে ছিলেন তারকা ফুটবলার মেসি। পরে ২৫ মিনিটে ডি মারিয়ার গোলে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
খেলার ৩৬ মিনিটে এলিস্টারের থেকে বল পেয়ে ব্যাবধান ৩-০ করে দেন ডি মারিয়া। ৪৪ মিনিটে ডি মারিয়ার থেকে বল পেয়ে আবারো জালে জড়ান তারকা ফুটবলার মেসি।

 

কাতার বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি শহরে মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এটাকে অনেকটা প্রস্তুতি ম্যাচও বলা যায়। তবে খেলার শেষ পর্যন্ত ফলাফল কি হয় তা এখন দেখার অপেক্ষা!


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।