Logo

রাজনগরে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহববধূ!

মৌলভীবাজার প্রতিনিধি : / ২৫৫২
প্রকাশিত : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক গৃহবধূ একই দিনে পরপর ৪ সন্তানের জন্ম দিয়েছেন। তাদের দুইজন ছেলে ও দুই জন মেয়ে শিশু। সোমবার বিকেল ৩টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এই ৪ সন্তানের জন্মদেন রাজনগরের মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী লিপি রানী দাস।

 

লিপি রানী দাস জানান, বিভিন্ন সময় মেডিকেল চেকআপ করলে চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সোমবার সেখানে তার পরপর ৪ সন্তানের জন্ম হয়। এদের মধ্যে ২ জন ছেলে এবং ২ জন মেয়ে। এক সাথে সুস্থ ও স্বাভাবিক ৪টি সন্তান পেয়ে তিনি ভীষণ খুশি।

 

 

তিনি আরো বলেন, চিকিৎসকরা তাকে জানিয়েছেন শিশু ৪টির ওজন স্বাভাবিকের চেয়েও ভালো রয়েছে। বর্তমানে ৪ শিশু ও তাদের মা ওসমানী মেডিকেলে রয়েছেন। দু-একদিনের মধ্যে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে চলে আসবেন। তাদের পূর্বে ৯ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিষয়টি স্বামী অমিত দাসকে জানানো হলে তিনিও ৪টি সন্তান পেয়ে ভীষণ আনন্দিত হয়েছেন বলে জানান তার স্ত্রী।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।