শিশুদের টিকা প্রদানে সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলার বিভিন্ন ধর্মীয় নেতা ও সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আফজালুর রহমান।
উপজেলা ইপিআই ইনচার্জ প্রবাল দাসের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাসিন মাহতাব, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ চিরঞ্জীব দত্ত, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জয়নাল আবেদন প্রমুখ।
ওরিয়েন্টেশন সভায় জানানো হয়, সরকারী ভাবে বিনামূল্যে প্রাণাঘাতি রোগের ১০টি টিকা প্রদান করা হয়। এটা বিভিন্ন দেশে দেয়া সম্ভব হয় না। এসব টিকা গ্রহনে ধর্মীয় কোন বাধা নেই। এছাড়াও উপজেলায় বিভিন্ন টিকা কেন্দ্রে টিকা প্রদানের কার্যক্রম চলছে। এসব টিকা নিয়ে বিভিন্ন পয়েন্টে আলোচনা করলে মানুষ সচেতন হবে এবং উৎসাহিত হবে। এব্যাপারে সকলের সহযোগিতা চান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আফজালুর রহমান।