Logo

সুনামগঞ্জে পুনর্বাসনের দাবিতে খামারীদের মানববন্ধন

রাজকথা ডেস্ক : / ২৬৯
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পৌর শহরের আলফাত স্কয়ারে মৎস্য ও প্রাণীসম্পদ খামারী সংঘের উদ্যোগে সকল খাতের খামারীদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাউস ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানির সহযোগিতায় মানববন্ধনে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রানীসম্পদ খামারী সংঘের আহবায়ক মো. দারু মিয়া।

সদস্য সচিব সাইফুল আলম সিদ্দিকীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, জিয়া উদ্দিন, জাহির উদ্দিন জাহিদ, আব্দুল লতিফ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, খামারীদের বিনা সুদে পুনর্বাসন ঋণ প্রদান করতে হবে। ক্ষুদ্র ও প্রান্তিক খামারীদের সরকারি প্রণোদনা দিতে হবে। খামারীদের ব্যাংক ঋণ পুনঃতফশিল করতে হবে। মৎস্য ও প্রাণীসম্পদ খাতকে বীমার আওতায় আনতে হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।