কক্সবাজারে পর্যটক দম্পতির কাছ থেকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় অস্ত্রসহ আটক জাফরকে (৪০) দীর্ঘ ২১ বছর পর ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৮ জুলাই) স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন। কারাদণ্ড প্রাপ্ত মো. জাফর কক্সবাজারের টেকনাফ সদরের দক্ষিণ জালিয়াপাড়ার মৃত জালাল আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ জানান, ২০০০ সালের ১৭ আগস্ট বেলা ১১টার দিকে ঢাকা থেকে আকবর হোসেন নামে এক পর্যটক তারা সপরিবারে কক্সবাজার বেড়াতে আসেন। তারা কক্সবাজারের শহরে হিলটপ সার্কিট হাউজের দক্ষিণ পাশে রাস্তায় পৌঁছালে ছিনতাইকারী দল গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছে থাকা ভিডিও ক্যামেরা, স্বর্ণালংকার, টাকা ছিনতাই করে নিয়ে যান।
পরে খবর পেয়ে পুলিশ পাশের জঙ্গলে অভিযান চালিয়ে একটি দেশিয় রিভলবার, তিন রাউন্ড গুলিসহ জাফরকে আটক করে। পরে তার মুখে লুকিয়ে রাখা পর্যটক দম্পতির কাছ থেকে ছিনতাই করা একটি স্বর্ণের চেন উদ্ধার করা হয়।
পরে কক্সবাজার থানার এ এস আই হারুন অর রশিদ বাদী হয়ে ওই দিন মামলা করেন। তদন্ত কর্মকর্তা মো. জাফরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। মামলাটি বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল-৩ নম্বর আদালতে পাঠানো হলে বিচারক আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। মামলায় সাতজনের সাক্ষ্য প্রমাণে বিচারক তাকে একাধিক ধারায় ১৭ বছরের কারাদণ্ড দেন।