টাঙ্গাইলের সখীপুরেবেড়বাড়ী দাখিল মাদ্রাসা দীর্ঘদিন পর এমপিওভূক্ত হওয়ায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার(২৮ জুলাই) বিকালে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এলাকাবাসী এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাফর আহমেদের সভাপতিত্ত্বে সংবর্ধীয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম।
এ সময় সংবর্ধেয় অতিথি বলেন, আমি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি। শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যেই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমার নির্বাচনী এলাকা বাসাইল-সখীপুরের সার্বিক উন্নয়ন করা আমার দায়িত্ব। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। উন্নয়ন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসলিমা খাতুন, সাধারণ সম্পাদক রওশন আরা রিতা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডা. জাকিয়া ইসলাম জ্যোতি, মাদ্রাসা সুপার কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।