কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো; উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে ফাওয়াজ হোসেন (৮) এবং বেলাল হোসেনের সহোদর ভ্রাতা জালাল হোসেনের ছেলে ফাহমিদ (৮)।
বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১ঘটিকায় সোনাপুর দক্ষিণপাড়া মসজিদ সংলগ্ন পুকুরে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা। দুই শিশুপুত্রের মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ এশা সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই শিশুর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, নামাজের কিছুক্ষণ পূর্বে গোসল করতে গিয়ে স্থানীয় এক কিশোর পানির নিচে একজনের লাশ সনাক্ত করে। পরে স্থানীয়রা খুজে অপর শিশুর লাশও উদ্ধার করে।