২৮ জুলাই বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভূইয়া এমপি।
দাউদকান্দি উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জিল্লুর পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক পার্থ সারথি দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী লীল মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব ,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলীফ প্রমুখ।