Logo

৩ ফরম্যাটেই বাবরের অনন্য উত্থান

রাজকথা ডেস্ক : / ৮৪
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
babar-azam

প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এবার বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে প্রতিটি ফরম্যাটে অনন্য রেকর্ড গড়লেন তিনি।

বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাতে জিও টিভি জানায়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন করে টেস্ট র‌্যাঙ্কিং ঘোষণা করেছে। ঘোষিত ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে বাবরের। তিনি চতুর্থ স্থান থেকে উঠে এসেছেন তিনে।

এর আগে তিনি একদিনের ক্রিকেট ও টি-২০-তে শীর্ষে ছিলেন। এর ফলে বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে একইসময়ে তিনটি ফরম্যাটের ‘টপ থ্রি’ তালিকায় বাবর আজমের নাম উঠে আসলো।

সূত্র : জিও টিভি


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।