Logo
সর্বশেষ :
রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন মৌলভীবাজার সরকারি কলেজ কর্মচারীদের মধ্যে শিবিরের ঈদ সামগ্রী বিতরণ

বিশ্বকাপ না খেলার শঙ্কা নেইমারের

রাজকথা ডেস্ক : / ১৮০
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
naymer

কাতার বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র তিন মাস বাকি। তার আগেই কিনা বড় ধাক্কা খেতে যাচ্ছে শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল! দলটির সেরা তারকা নেইমারকে হারাতে যাচ্ছেন সেলেকাওরা!

সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার প্রক্রিয়ায় জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগের এক মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে নেইমারকে।

স্প্যানিশ পত্রিকা এল পায়েস জানাচ্ছে, আগামী ১৭ অক্টোবর স্পেনের একটি আদালতে শুনানি শুরু হবে।

আর অভিযোগ প্রমাণিত হলে নেইমারকে অন্তত দুই বছরের কারাদণ্ড দেওয়ার জন্য স্প্যানিশ আদালতের আবেদন জানিয়েছে দেশটির আয়কর বিভাগ। এরই সঙ্গে ১০ মিলিয়ন ইউরো জরিমানাও গুনতে হতে পারে ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডকে।

ব্রাজিলের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিআইএস বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

মামলায় নেইমার ছাড়াও অভিযুক্তের তালিকায় রয়েছেন নেইমারের বাবা-মা ও তাদের পারিবারিক কোম্পানি এনঅ্যান্ডএন। পাশাপাশি অভিযুক্ত করা হয়েছে সান্তোসের সাবেক ম্যানেজার ওদিলিও রদ্রিগেজ, বার্সেলোনার তখনকার সভাপতি সান্দ্রো রোসেল ও সহসভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউকে।

গোটা বিষয়টি ৯ বছর আগে ২০১৩ সালের। সেই সময় সান্তোস থেকে নেইমারকে কিনতে ৫ কোটি ৭১ লাখ ইউরো খরচ হওয়ার কথা প্রথমে জানিয়েছিলেন রোসেল। কিন্তু পরে বার্সেলোনা স্বীকার করে, খেলোয়াড় ও তার বাবার সঙ্গে অন্যান্য চুক্তির কারণে ট্রান্সফার ফি বেড়ে ১০ কোটি ইউরোর কাছাকাছি হয়ে যায়।

এর পর নেইমার আর বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ আনে ব্রাজিলের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিআইএস। এ কোম্পানির কাছে নেইমারের ক্রীড়া স্বত্বের ৪০ শতাংশ ছিল।

প্রতিষ্ঠানটির অভিযোগ, নেইমারের বার্সেলোনায় যোগ দেওয়ার মূল ট্রান্সফার ফি গোপন করায় তাদের ঠকানো হয়েছে। এতে ১৫০ মিলিয়ন ইউরো ফাঁকি দিয়েছেন নেইমার।

নেইমার ও বার্সেলোনা কর্তৃপক্ষ অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে। নেইমার, তার অভিভাবক ও বার্সেলোনা তাদের বিরুদ্ধে মামলা চালানোর বিরুদ্ধে আপিলও করেছিল। তবে ২০১৭ সালে স্পেনের হাইকোর্ট সেই আপিল খারিজ করে দেন। ফলে বিচারের পথ উন্মুক্ত হয়ে যায়।

এখন বিশ্বকাপ শুরুর মাসখানেক আগেই কারাদণ্ডে দণ্ডিত হওয়ার হাত থেকে বাঁচাতে জোর চেষ্টা চালাতে হবে নেইমারকে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।